বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টায় পৌর মার্কেট প্রাঙ্গণে বরগুনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা, আমাদের জন্য আমরা, প্রাইভেট হসপিটাল, ডায়গনস্টিক ও ক্লিনিক অ্যাসোসিয়েশন, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ২০২৪ সালে বরগুনা-বাকেরগঞ্জ সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের প্রস্থ মাত্র ১৮ ফুট, আর ৫৬ কিলোমিটার সড়কের মধ্যে রয়েছে ৪৫টি বাঁক। এতে প্রতিদিন চলাচলকারী প্রায় ৩০০ যাত্রীবাহী বাস ও অসংখ্য পণ্যবাহী গাড়ি দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। দুর্ঘটনা কমাতে এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত এ সড়ক চার লেনে উন্নীত করা ও বাঁক অপসারণ জরুরি বলে দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. শফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান পান্না, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা রেজাউল ইসলাম আকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আরিফ, সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপনসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।