ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার, জেলের জরিমানা

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের অপরাধে বাদশা নামের এক জেলেকে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জাম জব্দ করে সেসব ৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।

সোমবার বিকেলে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের দিদিহার গ্রামের চরে মাছ শিকার করার সময় স্থানীয়রা জেলে বাদশাকে আটক করেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের খেজুরবাড়ি গ্রামের নুরু বেপারীর ছেলে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. বায়েজিদুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতে জেলে বাদশার ৫ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে তার নৌকা, ব্যাটারি ও ইলেকট্রিক সরঞ্জামাদী জব্দ করা হয়। পরে এবং জব্দকৃত সামগ্রী নিলামে ৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।