১৭ নারীকে বিয়ে করা বন কর্মকর্তা বরখাস্ত

১৭ নারীকে বিয়ে করার অভিযোগে বরিশাল বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

সাময়িক বরখাস্তের পর বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্বভার পটুয়াখালী উপ-বন সংরক্ষক ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞা নেবেন। কবির হোসেনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী নারীদের অভিযোগ, তিনি বিদেশে পড়াশোনা করানো, সরকারি চাকরি দেওয়া, বিমানবালা হিসেবে চাকরি দেওয়া এবং সম্পত্তি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে ১৪ থেকে ১৭ নারীকে বিয়ে করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ভুক্তভোগী নারী ও তাদের পরিবারের সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন।

Forest officer2

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরিশালে এক আইনজীবী আদালতে মামলাও করেছেন। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু স্ব-প্রণোদিত হয়ে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, মো. কবির হোসেন পাটোয়ারী মুসলিম ফ্যামিলি আইন ১৯৬১ এর ৬ ধারার বিধান লঙ্ঘন করে ১৭টি বিয়ে করেছেন। প্রথম বিয়ের পর তা গোপন রেখে এক এক করে বিয়ে করা হয়েছে, যা ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতিকে চ্যালেঞ্জ করেছে।