বরিশালে মশাল মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নগরীর ফিশারি রোড এলাকায় মিছিল থেকে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আল মামুন উল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন- গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহিন শেখ (৪০) বরিশালের বানারীপাড়া উপজেলার শিয়ালকাঠি গ্রামের আবদুস সালাম শেখের ছেলে। শাহিন বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক। গ্রেপ্তারকৃতরা অন্যরা হলেন- বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকার আনোয়ার হোসেন তালুকদারের ছেলে ছাত্রলীগ কর্মী শাহাদাত হোসেন অপু তালুকদার (১৯), বানারীপাড়ার চাখার ইউনিয়নের দরিকর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী সজিব হাওলাদার (৩৭) এবং নগরীল ৩০ নম্বর ওয়ার্ডের পশ্চিম চহঠা এলাকার কাঞ্চন আলী হাওলাদারের ছেলে আওয়ামী লীগের সদস্য সাকির হোসেন সনেট (৩৮)।
ওসি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।