ধর্ম যার যার, বাংলাদেশ সবার: রেজাউল করিম 

বরিশাল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. রেজাউল করিম।

বুধবার (১ অক্টোবর) শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর কেন্দ্রীয় মন্দিরে মতবিনিময়কালে এই বিএনপি নেতা বলেন, ধর্ম যার যার বাংলাদেশ সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আপনাদের আর মন্দির পাহাড়া দিতে হবে না। আমরা সবাই মিলে একটি শোনার বাংলা গড়ে তুলেবো। 

এ সময় উপস্থিত ছিলেন- মো. শাকিল রাড়ী, যুগ্ম আহ্বায়ক যুবদল, বরিশাল সদর উপজেলা ও ইউপি সদস্য ৫নং ওয়ার্ড, ৫নং চরমোনাই ইউনিয়ন। এছাড়া তিনি সায়েস্তাবাদ, চরবাড়িয়া, কড়াপুর, চাঁদপুরা, চরমোনাই, টুংগীবাড়ীয়া, শোমরাজীসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।