বানারীপাড়ায় কৃষকদল নেতা সেন্টুর ৩১ দফার লিফলেট বিতরণ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু বানারীপাড়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ, পথসভা ও গণসংযোগ করেছেন। 
 
শনিবার (১৮ অক্টোবর) দিনভর তিনি বানারীপাড়া পৌর শহরের রায়েরহাট ও বন্দরবাজারসহ বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন।
গণসংযোগকালে কৃষকদল নেতা লায়ন আকতার হোসেন সেন্টু বলেন, বানারীপাড়া পৌর শহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছি। এর আগে উজিরপুর পৌর শহরসহ উপজেলার সবগুলো ইউনিয়নে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছি। 
 
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সুখী, সমৃদ্ধশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।