দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ঝালকাঠির সাংবাদিক কামরুজ্জামান সুইটকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, সাংবাদিক কামরুজ্জামান সুইট জাতীয় দৈনিক খবরের কাগজ পত্রিকার ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চল, দৈনিক দূরযাত্রা ও দৈনিক খবর ডটকম–এর নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ডেবরা খালে পাইলিং স্থাপন কাজে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত একটি ভিডিও চিত্রসহ প্রতিবেদন গত ১৬ অক্টোবর দৈনিক খবর ডটকম পোর্টালে প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টা ৩৬ মিনিটে নলছিটি উপজেলার ডেবরা গ্রামের মোসলেম হাওলাদারের পুত্র নাঈম হোসেন (৩৫) তার ব্যবহৃত ফোন নম্বর থেকে সাংবাদিক সুইটের ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও জবাই করে হত্যার হুমকি দেন।
সাংবাদিক কামরুজ্জামান সুইটের দাবি, তিনি গালিগালাজ বন্ধ করতে বললে নাঈম আরও ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি প্রদর্শনসহ হত্যার হুমকি দেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত দৈনিক জনবানী পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি বাবুল মিনা ও জামায়াতের স্থানীয় নেতা সাইফুল ইসলাম বাবু কথোপকথনটি শোনেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করেন এবং আইনগত পদক্ষেপের আবেদন জানান।
এ ঘটনায় অভিযুক্ত নাঈম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সঙ্গে এমন কোনো ঘটনার সম্পর্ক নেই। কাউকে আমি হুমকি দিইনি।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাংবাদিককে হুমকির ঘটনায় জিডি (জিডি নং–৯০১, তারিখ: ২০ অক্টোবর ২০২৫ খ্রি.) হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।