ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের এনাম তালুকদার নামে এক যুবক ও তার সহযোগিদের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর (২৫) ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই প্রবাসীর স্ত্রী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
 
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী শুক্রবার (২৪ অক্টোবর) সকালে গৌরনদী মডেল থানায় এনাম তালুকদারসহ আরো ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
 
অভিযুক্ত এনাম তালুকদার বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। 
 
ভুক্তভোগী ওই নারী অভিযোগ করেন, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার ২ শিশু সন্তান নিয়ে পাশ্ববর্তী কালকিনি উপজেলার কুন্ডুবাড়ি মেলায় আসবাবপত্র কেনার উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে অভিযুক্ত এনাম তালুকদারের বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছালে এনাম তালুকদার তার গতিরোধ করে।
একপর্যায়ে এনাম ও তার ২/৩ জন সহযোগিরা তাকে (গৃহবধূ) টানাহেঁচড়া করে। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুরু করলে এনাম ও তার সহযোগিরা তাকে মারধর করে ব্যবহৃত স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে সটকে পরেন।
 
ওই গৃহবধূ আরও বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে কর্ম সুবাধে কাতারে রয়েছেন। এ সুযোগে দীর্ঘদিন থেকে এনাম তালুকদার তাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় হামলা চালিয়ে শ্লীলতাহানীসহ মারধর করা হয়েছে।
 
ওই গৃহবধূর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এনাম তালুকদার বলেন, আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে স্থানীয় একটি কু-চক্রি মহলের প্ররোচনায় মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। আমি এ অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি করছি।
 
প্রবাসীর স্ত্রীর লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।