মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে আটক ২৬

পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জাল ও ২ মণ ইলিশসহ ২৬ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১১টা থেকে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আন্ধারমানিক ও রাবনাবাদ নদী মোহনায় উপেজলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইউএনওর নির্দেশে আটক করা প্রত্যেক জেলেকে ২ হাজার টাকা করে ৫৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ। এছাড়া জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয়।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, শনিবার (২৫ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত আমাদের অভিযান চলবে। এই সময়ের মধ্যে কেউ নদী বা সাগরে নামলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।