নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরছে উপকূলের জেলেরা

নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাতে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া বেশির ভাগ জেলে এখনো ফেরেনি ঘাটে। তবে নদী ও সাগর মোহনায় মাছ শিকারি জেলেরা ফিরেছেন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে।

তাই দীর্ঘ ২২ দিন পর রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে জেলে এবং ক্রেতা-বিক্রেতাদের হাঁক-ডাকে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুর।

তবে চাহিদা তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়া বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকা কেজি দরে, ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে।


তবে ৩ থেকে ৪ দিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে ইলিশের সরবারহ কিছুটা বাড়তে পারে এবং দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা দৈনিক খবর সংযোগকে বলেন, সরকারি নিষেধাজ্ঞা শেষে উপকূলের জেলেরা সমুদ্রে জাল ফেলেছে। সাগর মোহনায় মাছ শিকারি জেলেদের জালে ধরা পড়ছে কাঙ্ক্ষিত ইলিশ। গভীর সমুদ্রে জাল ফেলা বেশিরভাগ জেলেরা ঘাটে ফেরেনি। আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে এবং কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে তারা ঘাটে ফিরে আসবে।