ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টায় রাজাপুর পাইলট স্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন, বিএনপি নেতা কর্নেল অব. মোস্তাফিজুর রহমান, গোলাম আজম সৈকত, বিএনপি নেতা ব্যারিস্টার মোহাম্মদ জাকারিয়া সহ হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
এর আগে শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজাপুরে বরগুনাগামী বাস হামিম পরিবহন নাসিম উদ্দিন আকনের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে ছিটকে পড়েন তিনি। বরিশাল শেরেবাংলা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।