ঝালকাঠিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

জুলাই সনদের আইনি ভিত্তি ও দ্রুত বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা।
 
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী পৃথকভাবে বিক্ষোভ মিছিল পালন করেছে দল দুটি। 
 
জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে ঝালকাঠির প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলে বক্তৃতা দেন- জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি প্রার্থী ও বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস শেখ নেয়ামুল করীম, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, শুরা সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক, ডা. মাওলানা হেমায়েত উদ্দিন, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার ও পৌর সেক্রেটারি মো. শাহাবুদ্দিন খলিফা।
মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফায়ার সার্ভিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বিক্ষোভের সমাপ্তি করা হয়। 
 
অপরদিকে আছর নামাজ শেষে কেন্দ্রীয় ঈদগাহ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখা।
 
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তৃতা দেন- জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সেক্রেটারী মাওলানা ইব্রাহিম আল হাদী, শ্রমিক আন্দোলন সভাপতি মো. আব্দুল কুদ্দুস, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মিজানুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ সরদারসহ নেতৃবৃন্দ। 
বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন ও আইনী ভিত্তিসহ ৫ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। দাবি অমান্য করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।