বরিশালের বানারীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার চাখার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দড়িকর গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরান সরদারের তালাবদ্ধ ঘরে প্রথমে আগুনের সূত্রপাত হয়। ওই ঘরের লোকজন এদিন সকালে অন্যত্র বেড়াতে গিয়েছিল। তাদের ধারণা, তালাবদ্ধ ঘরে ইলেকট্রিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোণের মাধ্যমে আগুন লাগতে পারে। পরে পাশের সেলিম সরদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক গ্রামবাসীরা ফায়ার সার্ভিসকে খবর দেন।
আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ইমরান সরদার ও সেলিম সরদারের টিন-কাঠের দুটি বসতঘর পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় এবং সবুর নামের একজনের বাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়।
খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তা না হলে বাড়ির অন্যঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়তো। তবে তার আগেই আসবাবপত্রসহ ঘরদুটি পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সাধারণ ৬নং ওয়ার্ড ইউপি সদস্য ফারজানা হোসেন জানান, দুটি ঘরের সামান্য একটা লবণের বাটিও রক্ষা করা সম্ভব হয়নি। অসহায় পরিবার দুটিকে পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিতে তিনি সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।