আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বরিশাল-৩ আসনটি ফাঁকা রাখা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন জহির উদ্দিন স্বপন।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন এস সরফুদ্দিন সান্টু।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন রাজীব আহসান।
বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে মনোনয়ন পেয়েছেন মজিবর রহমান সরোয়ার।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন আবুল হোসেন খান।