জেলের জালে ধরা পড়লো ২১ কেজির ‘ব্ল্যাক ডায়মন্ড’ 

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে জেলের জালে ধরা পড়েছে ২১ কেজি ৫০০ গ্রাম ওজনের এক বিরল ‘কালো পোয়া’ মাছ, যা স্থানীয়ভাবে ‘ব্ল্যাক ডায়মন্ড’ নামে পরিচিত। ‘এফবি ভাই ভাই’ ট্রলার ৩ দিন আগে গভীর সমুদ্র থেকে মাছটি তুলে আনে।

শনিবার (৮ নভেম্বর) সকালে মাছটি বন্দরে আনা হলে একনজর দেখতে ভিড় জমে মৎস্য বন্দরে উপস্থিতি জনতার।

ফয়সাল ফিশ আড়তের রাজু জানান, মাছটির দাম ডাকের মাধ্যমে এক লাখ টাকা পর্যন্ত উঠেছে। চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি চলছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি বিরল প্রজাতির মাছ। মাছ ধরায় নিষেধাজ্ঞার সুফলেই এখন জেলেরা এমন বড় মাছ ধরতে পারছেন।