চরফ্যাশনে দুই দাবিতে কো-ইড শিক্ষকদের মানববন্ধন

ন্যায্য বেতন কাঠামো প্রণয়ন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ভোলার চরফ্যাশনে কো-অপারেশন ইন ডেভেলপমেন্ট (কো-ইড) পরিচালিত বিদ্যালয়গুলোর প্রায় ২০০ শিক্ষক-শিক্ষিকা মানববন্ধন করেছেন।
 
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে চরফ্যাশন পৌরসভার ৬নং ওয়ার্ডে কো-ইড বাংলাদেশের প্রধান কার্যালয়ের সামনে কো-ইড শিক্ষক কল্যাণ চরফ্যাশন সমিতির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
 
কো-ইড শিক্ষক সমিতির আহ্বায়ক আবু সাঈদ ও যুগ্ম আহ্বায়ক সাবানা বেগম জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমূলক বেতন ও অনিশ্চিত চাকরি ব্যবস্থার মধ্যে দায়িত্ব পালন করছেন। এ অবস্থার উন্নয়নে গত ২৭ অক্টোবর অস্ট্রেলিয়ার কো-ইড কর্তৃপক্ষের কাছে ১৪ দফা দাবি পাঠানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি।
 
 
তারা আরও বলেন, সর্বশেষ ২৩ নভেম্বর দুই দফা দাবি পাঠানোর পর কো-ইড অস্ট্রেলিয়ার ই-মেইল জবাব শিক্ষকদের আরও হতাশ করেছে। এতে শিক্ষক মহলে ক্ষোভ দেখা দিলে মানববন্ধন ও অনশনের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
১২নং কো-ইড স্কুলের সহকারী শিক্ষিকা মুন্নী ও ২১নং স্কুলের সহকারী শিক্ষিকা খাদিজা বলেন, আমরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছি। অথচ আমাদের ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা স্কুলে ফিরবো না।
 
কো-ইড বাংলাদেশ চরফ্যাশন কার্যালয়ের সমন্বয়কারী মো. রিয়াজ হোসেন জানান, শিক্ষকদের দাবিগুলো ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।