ফটিকছড়ির নাজিরহাট সংলগ্ন (হাটহাজারী উপজেলার নাজিরহাট মন্দাকিনীতে) বিয়ের সামাজিক বৈঠকে ছুরিকাঘাতে রবিউল ইসলাম বাবু নামের (৪০) এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় তার দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, নাজিরহাট ঘাট স্টেশন সংলগ্ন মুছা সওদাগরের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৮টার সময় এ ঘটনা ঘটে।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।
বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠকে বাবুর সঙ্গে তার চাচাত ভাই জসিমের (৪৮) বাকবিতণ্ডা হয় এবং কথা বাড়াবাড়ির এক পর্যায়ে জসিম ঘর থেকে ছুরি এনে বাবুর গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাবু ঘটনাস্থলেই মারা যান। বাবু মুছা সওদাগরের বাড়ির মুক্তিযোদ্ধা জহুরুল হক কোম্পানির বড় ছেলে। তিনি নাজিরহাট ঘাট স্টেশন এলাকার একজন ব্যবসায়ী।
স্থানীয় সূত্রগুলো জানায়, বৈঠকে থাকা বাবুর অপর দুই ভাই বাবুকে উদ্ধার করতে গেলে জসিম তাদেরকেও ছুরি দিয়ে আঘাত করে। আহত দুইজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজন খুনি জসিমকে নাজিরহাট আজমির হোটেলে থেকে আটক করে। পরে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশকে ঘটনাস্থলে পৌঁছে এবং তাকে আটক করে।