কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছে। 

রোববার (২৮ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে। 

চৌদ্দগ্রাম হাইওয়ে থানা পুলিশের এসআই ফারুক হোসেন জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা একটি লং ভেহিকেল সজোরে ধাক্কা দিলে লং ভেহিকেলের চালক মোহাম্মদ আজিজ (৩১) এবং হেলপার শামীম (২৯) গুরুতর আহত হয়। তাদেরকে চৌদ্দগ্রাম হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ ও চর জব্বারে।

অপর দুর্ঘটনাটি ঘটে জেলার বুড়িচং উপজেলার পাচোরা সিন্দুরিয়া এলাকায়। একটি ড্রাম ট্রাক মোটরসাইকেল আরোহী আক্তার হোসেনকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। 

দুর্ঘটনা দুটির ব্যাপারে চৌদ্দগ্রাম ও ময়নামতি হাইওয়ে থানায় মামলা হয়েছে।