লক্ষ্মীপুরের রামগতিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ পরিবেশক (ডিলার) আত্মগোপনে থাকায় ছয় হাজার সুবিধাভোগী ভোগান্তিতে পড়েছে।
সংশ্লিষ্টরা জানায়, সেপ্টেম্বরের বরাদ্দকৃত ১৮৮ টন ৬৪০ কেজি চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করা যায়নি। এতে বন্যা পরবর্তী দরিদ্র ও নিম্নআয়ের মানুষ ৩০ কেজি করে চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৯ জন পরিবেশকের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ৫ আগস্ট সরকার পতনের পর অনেক ডিলার আত্মগোপনে চলে যান। বুধবার (৯ অক্টোবর) পর্যন্ত ২৭ ডিলার খাদ্য গুদাম থেকে ৩৮৮ টন ৫০০ কেজি চাল উত্তোলন করেন। এতে ১২ হাজার ৯৫০ হতদরিদ্র কার্ডধারী চাল পাবে। বাকি ১২ পরিবেশক ১৮৮ টন ৬৪০ কেজি চাল উত্তোলন করা হয়নি। এতে বঞ্চিত হয়েছে ছয় হাজার ২৮৮ সুবিধাভোগী।
আজাদনগর গ্রামের মাকসুদা বেগম বলেন, স্বামী বেকার। না খেয়ে দিন পার করতে হয়। এখন বাজারে চালসহ অন্য সব পণ্যের দাম বেশি। সরকার আমাদের সুবিধার্থে ১৫ টাকা করে চাল বরাদ্দ দিয়েছেন। কিন্তু ডিলারের দোকানে ৩-৪ দিন গিয়েও চাল পাইনি। এখন আমরা গরীবরা কী করবো?
রামগতি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) নাইমুল করিম টিটু জানান, বিভিন্ন সমস্যার কারণে ১২ জন ডিলার চাল উত্তোলন করতে পারেননি। এখন আর চালগুলো উত্তোলনের সুযোগ নেই। যারা উত্তোলন করেছেন, সেগুলো বিতরণের প্রক্রিয়া চলছে।