নোয়াখালীর হাতিয়ার কোরালিয়া উপকূলে ২০ ফুট লম্বা একটি তিমি উঠে এসেছে। পরে কোস্ট গার্ড ও মৎস্য অফিস সমন্বিত চেষ্টায় তিমিটিকে নিরাপদে নদীতে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তমরোদ্দি লঞ্চঘাটের দক্ষিণে কোরালিয়া সমুদ্র তীরে তিমি আটকা পড়ে।
হাতিয়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মাহমুদ হাসান জানান, ‘তিমিটি উপকূল উঠে আসার খবর পেয়ে আমরা দ্রুত সেখানকার কোস্ট গার্ডকে জানাই। এর মধ্যে আমরা এটিকে নদীর দিকে ফেরানোর চেষ্টা করি। কিন্তু তিমিটি দুর্বল হওয়ায় নদীর দিকে যেতে চাইছিল না। পরে কোস্ট গার্ডের লোকজনের সহযোগিতায় তিমিটিকে নদীতে ছেড়ে দেওয়া হয়।’
প্রায় ২০ ফিট দৈর্ঘের তিমিটির ওজন ৪০ মণের বেশি হবে বলে জানান তিনি।