সাজেকে ৩০টির বেশি রিসোর্ট পুড়ে ছাই

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ আগুন লেগেছে। এতে ৩০ থেকে ৩৫ টি রিসোর্ট পুড়ে গেছে। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার। 

তিনি জানান, ‘সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনও ইউনিট না থাকায় খাগড়াছড়ি, দীঘিনালা ও রাঙামাটি ফায়ার সার্ভিস সার্ভিসের তিনটি ইউনিট সেখানে যায়।’

সোমবার (২৪ ফেব্রয়ারি) প্রথমে ইকোভ্যালি রিসোর্টে আগুন লাগে। পরে আশেপাশে ছড়িয়ে অবকাশ নামে একটি রিসোর্টে লাগলে তা ভয়াবহ আকার ধারণ করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিসোর্ট মালিকরা। 

বেলা আড়াইটা পর্যন্ত পর্যটন কেন্দ্রের অন্তত ৩০ থেকে ৩৫টি রিসোর্ট আগুনে পুড়ে গেছে বলে তথ্য পাওয়া গেছে। এদিকে আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে।

সাজেক পর্যটন রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণদেব বর্মণ জানান, ‘দুপুর পৌনে ১টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে অবকাশ রিসোর্টে লাগা আগুন ভয়াবহ আকারে রুপ নেয়। আগুনে বহু রিসোর্ট পুড়ে যাচ্ছে। এখনো নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।’

বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. আবু নঈম খন্দকার বলেন, ‘সাজেকের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঠিক কয়টি রিসোর্ট পুড়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছেনা। ক্ষয়ক্ষতির পরিমাণও নিরূপণ করা যাচ্ছে না।’