নির্জন সৈকতে ইফতার

কক্সবাজার এখন প্রায় পর্যটক শূন্য। কিন্তু প্রতিদিন ইফতার করার জন্য সমুদ্র সৈকতে ভিড় করছেন স্থানীয়রা। দল বেঁধে ইফতারের আয়োজন করছেন। কেউ পরিবার নিয়ে আবার কেউ কেউ বন্ধুবান্ধব নিয়ে।স্থানীয়দের কাছে সমুদ্র পাড়ে বসে ইফতার করার বিষয়টি দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠছে।   

রমজানের শুরু থেকে কক্সবাজার শহর থেকে হিমছড়ি পর্যন্ত সমুদ্র সৈকতে প্রতিদিন শত শত মানুষকে ইফতার করতে দেখা যায়। সোমবার ( ১৭ মার্চ) বিকেলেও একই দৃশ্য দেখা গেছে। 

ছবি: খবর সংযোগ

সমুদ্র সৈকতে ইফতার করতে আসা রবিউল হাসান জানান, তিনি স্ত্রী সন্তান ও বন্ধু বান্ধবদের নিয়ে ইফতার করতে এসেছেন সৈকতে। অনেকদিন পর সৈকতে ইফতার করে এক অন্য রকম অনুভূতি হচ্ছে। 

একই সৈকতে দেখা হয় স্থানীয় সংবাদকর্মী সালাউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, আমরা বন্ধু বান্ধব মিলে সৈকতে ইফতার করতে এসেছি। আর সৈকতে ইফতার করার অনুভূতি ফাইভ স্টার হোটেলের সাথেও তুলনা চলে না।

কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, স্বাধীনতার আগে পরে পুরনো ঝিনুক মার্কেট, মোটেল শৈবাল পয়েন্ট ও লাবণী পয়েন্ট সৈকতেই বেশি ইফতার করত মানুষ। আর এখন শহরের বাসিন্দারা নির্জনতার জন্য শহরের সুগন্ধা ও কলাতলী পয়েন্ট পেরিয়ে হিমছড়ি সৈকত পর্যন্ত ছুটে যাচ্ছে ইফতার করতে। 

এক দল তরুণ ইফতারের আগে দুই হাত তুলে মোনাজাত করচে। ছবি: খবর সংযোগ

কক্সবাজার শহর ছাড়াও জেলার অন্যান্য সমুদ্র তীরের বাসিন্দাদের কাছেও সৈকতে ইফতার করা একটি আবহমান সংস্কৃতির অংশ হয়ে ওঠেছে বলে জানান তিনি।