ঈদের ছুটিতে সিএমপি’র তিন স্তরের নিরাপত্তাবলয়

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে চট্টগ্রাম নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন স্তরের নিরাপত্তা বলয় সৃষ্টি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। খবর বাসস’র। 

এরই মধ্যে বাস-স্টেশন এবং ট্রেন স্টেশনে বেড়েছে ঘুরমুখো মানুষের ভিড়। এই সুযোগে অপরাধী চক্রও নেমেছে পথে-ঘাটে। ফলে ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা টহল জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৭)।

সিএমপির একাধিক কর্মকর্তা জানিয়েছেন, নগরবাসীর নিরাপত্তায় ঈদের ছুটিতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে। এ ছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে থাকবে চেকপোস্ট। সেখানে সন্দেহজনকদের তল্লাশি করা হবে। পাশাপাশি পুলিশের টহল টিমও নগরজুড়ে দায়িত্ব পালন করবে। এ ছাড়া নগরীর নিরাপত্তায় সিএমপির পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা ও উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদের ছুটিতে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে সিএমপির অতিরিক্তি উপ-কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম জানান, এবার যৌথবাহিনীও মাঠে রয়েছে। চট্টগ্রাম শহরের বাসিন্দারা অনেকে বাসা-বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে যাবেন ঈদ করতে। বাসা-বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠান নিরাপত্তার জন্য নগরবাসীকে যেসব পদক্ষেপ গ্রহণ করার জন্য সিএমপি পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে:

বাসা-বাড়ির দরজায় অধিক নিরাপত্তাসম্পন্ন অতিরিক্ত লক বা তালার ব্যবহার করা; নগদ টাকা বা স্বর্ণালংকার ফাঁকা বাসায় রেখে না যাওয়া; প্রতিরোধমূলক ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা, যেমন- সিসিটিভি ক্যামেরা, অ্যালার্ম সিস্টেম ইত্যাদি; আবাসিক এলাকায় রাতে অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগ করা; নতুন নিয়োগকৃত নিরাপত্তাকর্মীদের এনআইডি কার্ড ও ছবি সংরক্ষণ করা; সন্দেহজনক কোনও ব্যক্তি ঘোরাফেরা করলে তাৎক্ষণিক স্থানীয় থানাকে অবহিত করা এবং আইনশৃঙ্খলার অবনতি সংক্রান্ত কোনও ঘটনা ঘটলে দ্রুত জরুরি সেবা-৯৯৯ অথবা সিএমপি স্পেশাল কন্ট্রোল হটলাইন ০১৩২০-০৫৭৯৯৮ ও ০১৩২০-০৫৪৩৮৪-এ অবহিত করা।

এছাড়া জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে র‌্যাব বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছে।