রামুতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

কক্সবাজারে মিনি ট্রাকের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পানিরছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহেদ (২৯) সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকায় মনছুর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রামু থানার ওসি ইমনকান্তি চৌধুরী জানান, সকালে অটোরিকশাটি চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়ক দিয়ে যাওয়া সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুটো গাড়িই উল্টে যায়। এতে অটোরিকশা চালক মো. জাহেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।