লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

লক্ষ্মীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে জাকির হোসেন জিদান (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক স্থানীয় মাস্টার কলোনি এলাকার ইব্রাহিম হোসেন বাবুলের ছেলে। ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত ও তার পরিবারের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও হুমকির অভিযোগও এনেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কলেজ ছাত্রীর সঙ্গে জিদানের পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের আড়ালে বিয়ের প্রলোভন দেখিয়ে জিদান প্রথমে প্রায় আট মাস আগে কক্সবাজারের এক আবাসিক হোটেলে কলেজ ছাত্রীকে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম নোমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অন্যদিকে, যোগাযোগ করা হলে অভিযুক্ত জিদান মোবাইল ফোনে  জানায়, ‘আমাদের সম্পর্ক ছিল, আমরা দুজনেই সম্মতিতে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম। ধর্ষণের অভিযোগটি সঠিক নয়। বরং মেয়েটির আরও ছেলেদের সঙ্গে সম্পর্ক রয়েছে।’

ভুক্তভোগীর বড় বোন নাজমুন নাহার বলেন, ‘আমার ছোট বোনকে সরলতার সুযোগ নিয়ে একাধিকবার প্রতারণা ও ধর্ষণ করা হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই।’