ক্ষমতা চিরস্থায়ী না, শেখ হাসিনা এটা কখনো ভাবে নি: এ্যানি

ক্ষমতা চিরস্থায়ী না, শেখ হাসিনা এটা কখনো ভাবে নি   মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা গুলি করে মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। গত বছর জুলাই মাসে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন দেখেছেন। দমাতে পারেনি। ব্যর্থ হয়ে পালাতে বাধ্য হয়েছে শেখ  হাসিনা।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম, চাঁদাবাজি করা লক্ষ্মীপুরে চলতে দেওয়া হবেনা। মানুষকে ক্ষতিগ্রস্ত করলে দলীয় কাউকে কোন রকমে সুযোগ দেওয়া হবেনা। তিনি বলেন, দেশে নতুন শাসন ব্যবস্থা প্রয়োজন। আমরা সবার সাথে মিলে মিশে জাতীয় ঐক্য গড়ে তুলবো।

আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে মানুষের মাঝে উৎসবমুখর ও নিরপেক্ষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধূরী হ্যাপী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেলাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. মহসিন কবির স্বপন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম-আহ্বায়ক ইউসুফ ভুঁইয়া প্রমুখ।