ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সমষপুর মৌজায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মুনসুর।
অভিযানের সময় রাস্তার পাশে গড়ে ওঠা একটি বসতবাড়ি এবং ৩টি টিনের ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্তদের কান্নায় ঘটনাস্থলের পরিবেশ ভারি হয়ে ওঠে।
ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি হোসেন মিয়া বলেন, ‘আমার জায়গাটাই শুধু খাস দাবি করে ভাঙা হলো, অথচ অন্যরাও সরকারি জমিতে রয়েছে। তাহলে তাদের ঘর ভাঙা হয়নি কেন? এটা পক্ষপাতমূলক মনে হচ্ছে।’
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর বলেন, ‘আমরা সমষপুর মৌজায় ৯.৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। সরকারি খাস জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।’