নবীনগরে সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সমষপুর মৌজায় সরকারি খাস জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

‎বুধবার (২৩ জুলাই) দুপুর ১২টায় দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ বিন মুনসুর।

‎অভিযানের সময় রাস্তার পাশে গড়ে ওঠা একটি বসতবাড়ি এবং ৩টি টিনের ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ক্ষতিগ্রস্তদের কান্নায় ঘটনাস্থলের পরিবেশ ভারি হয়ে ওঠে।

‎ক্ষতিগ্রস্ত এক ব্যক্তি হোসেন মিয়া বলেন, ‘আমার জায়গাটাই শুধু খাস দাবি করে ভাঙা হলো, অথচ অন্যরাও সরকারি জমিতে রয়েছে। তাহলে তাদের ঘর ভাঙা হয়নি কেন? এটা পক্ষপাতমূলক মনে হচ্ছে।’

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর বলেন, ‘আমরা সমষপুর মৌজায় ৯.৫ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছি। অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। সরকারি খাস জমি দখলমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।’