লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তার পাশ থেকে রিনা আক্তার (২৭) নামের ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকাল ৯ টার সময় স্থানীয়রা উপজেলার চরবাদাম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হকবাজার সংলগ্ন বেঁড়ীর উপরে ওই নারীর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর রামগতি থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রিনা আক্তার কমলনগর উপজেলার পাটারীরহাট ইউনিয়নের ওমান প্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই সন্তানের জননী ওই নারী পরকীয়ার জেরে আগের দিন রাতে প্রেমিকের সাথে বাড়ি থেকে বের হয়ে আসে। পরে তাদের মধ্যে যে কোন বিষয়ে বিরোধ সৃষ্টি হলে মেরে রাস্তায় পেলে প্রেমিক চলে যায়।
প্রাথমিকভাবে এমনটাই ধারণা, করছেন বলে জানান পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু ছিল না।