টেকনাফে গোলাবারুদ-গ্রেনেড-মাদকসহ ‘শফি ডাকাত’ গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযানে চালিয়ে জেলার শীর্ষ সন্ত্রাসী মো. শফি ওরফে ডাকাত শফিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেডসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, দীর্ঘ এক মাস ধরে শফি ডাকাতকে ধরতে গোপনে নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে সোমবার (২৮ জুলাই) রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে শফির সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

পরে গ্রেপ্তার শফির দেওয়া তথ্য অনুযায়ী, তার পাহাড়ি আস্তানা থেকে উদ্ধার করা হয় একনলা বন্দুক, ওয়ান শুটার গান, এলজি, তাজা ও খালি রাইফেলের গুলি, শর্টগানের খালি কার্তুজ, গ্রেনেড, ডেটোনেটর, এন্টি পারসোনাল মাইন এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস)।

ধৃত শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি ভয়ঙ্কর ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে রয়েছে হত্যা, অস্ত্র ও মারামারির মতো মোট ২১টি মামলা। ক্যাম্প এলাকায় তার দল বাঙালি ও রোহিঙ্গাদের জিম্মি করে রাখত এবং পাহাড়ি এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

গ্রেপ্তারকৃত শফিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।