বান্দরবানে সেনা রিজিয়নের মানবিক সহায়তা

বান্দরবান সেনা রিজিয়নের উদ্যােগে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বুধবার (৩০ জুলাই) সকালে বান্দরবান সেনা ট্রেনিং শেড এ আয়োজিত বিশেষ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জিটুআই মেজর পারভেজ রহমান।

মেজর পারভেজ রহমান বলেন, বান্দরবান শান্তি ও সম্প্রীতির জেলা হিসেবে সর্বাধিক পরিচিত। বান্দরবান বসবাসরত সকলের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। শান্তি সম্প্রীতি ও উন্নয়ন করতে হলে কাঁদে কাঁদ মিলিয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। 

তিনি আরো বলেন, সেনাবাহিনী সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে সহায়তা হিসেবে মেধাবী শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ, খেলোয়ারদের ক্রীড়া সামগ্রী, গরীব অসহায় সেলাই মেশিন, গৃহহীনদের ঢেউটিন, চিকিৎসা জন্য নগদ অর্থসহায়তাসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।