আশুগঞ্জে দুর্ঘটনায় আহত অজ্ঞাত ব্যক্তি হাসপাতালে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত যানবাহনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি (৩৫) মারাত্মকভাবে আহত হয়েছেন।

শুক্রবার (৮ আগস্ট) বিকাল ৬ টায় আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুতে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় সামাজিক সংগঠন ‘ঐক্যবদ্ধ আশুগঞ্জ’-এর স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আশুগঞ্জ থানার পুলিশ সদস্য নূরুল ইসলাম তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আশুগঞ্জ থানার এক কর্মকর্তা জানান, আহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও দুর্ঘটনায় জড়িত যানবাহন খুঁজে বের করার চেষ্টা চলছে।