‎নিজ বাসা থেকে কুবি শিক্ষার্থী ও মায়ের মরদেহ উদ্ধার

কুমিল্লার কালিয়াজুরীতে নিজ বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুমাইয়ার ভাই ফোন করে জানান বাসায় মা ও বোনকে মৃত অবস্থায় পেয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহত সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার মা তাহমিনা বেগম গৃহিণী ছিলেন। তারা কুমিল্লা নগরীর কালিয়াজুরি এলাকায় বসবাস করতেন।

ওসি মহিনুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থলের অবস্থা দেখে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কোন্দল থেকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি নিহতদের স্বজন ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।