‎নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্নসচিব) আ.ন. ম. নাজিম উদ্দিন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।

‎নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর, নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রখুখ।

‎কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য শুধু সুস্থ জীবনের জন্য নয়, একটি সুস্থ জাতি গঠনের জন্যও অপরিহার্য। খাদ্যে ভেজাল রোধে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে।

‎উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।