নোয়াখালীর কবিরহাটে ধানসিঁড়ি ইউনিয়নে চাঁদা না দেওয়ায় প্রবাসীর ওপর হামলার ও মারধরের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কবিরহাট থানার সামনে সোনাপুর-বসুরহাট আঞ্চলিক মহাসড়কে হামলার শিকার ভুক্তভোগী ওমান প্রবাসী, স্বজন ও অন্যান্য ভুক্তভোগী এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা অভিযোগ করেন, উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিএনপি নেতা আলাউদ্দিন, মহিন উদ্দিন, আবুল কাশেমসহ তার সহযোগীরা মিলে গত ১৯ সেপ্টেম্বর ওমান প্রবাসী শহীদুল্লাহর কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে, প্রবাসী শহীদুল্লাহ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বেদম মারধর করে।
এই চাঁদাবাজরা এলাকার লোকজন থেকে যখন-তখন যেকোন কাজে-কর্মে চাদাঁ দাবি করে। চাঁদা না দিলে মারধরসহ নানা নির্যাতন করে হত্যার হুমকি দেয়। ভুক্তভোগীরা প্রশাসনের কাছে বিচার চেয়ে এ মানববন্ধন পালন করছেন বলে জানান তারা। এ বিষয়ে কবিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।