ফেনীর তিন উপজেলার ৪৬টি পূজামণ্ডপে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বিজিএমইএ পরিচালক মজুমদার আরিফুর রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীশ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ফুলগাজী উপজেলায় ৩৪টি, পরশুরামে ৭টি ও ছাগলনাইয়ায় ৫টি পূজামণ্ডপে এসব অনুদান দেওয়া হয়।
অনুষ্ঠানে মজুমদার আরিফুর রহমান বলেন, ফেনীতে আগামী নির্বাচনে খালেদা জিয়া ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করছে না। সর্বস্তরের জনগণ খালেদা জিয়ার পক্ষে নির্বাচন করার জন্য অপেক্ষায় আছে। আমাদের দৃঢ় বিশ্বাস, খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে রেকর্ড ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ ও সনাতন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তি সঞ্জীব বণিক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্টার দীপক বণিক। এ সময় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিত্ব, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।