ফটিকছড়িতে জামায়াত প্রার্থীর গণসংযোগ ও মতবিনিময়

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন জামায়াত কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মুফতি ইঞ্জিনিয়ার নুরুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহাঙ্গীর আলম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি এবং চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আবদুল জব্বার।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা শুরা সদস্য ও ফটিকছড়ি উপজেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, চট্টগ্রাম উত্তর জেলা শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা শিল্প-বাণিজ্য সম্পাদক মো. আব্দুর রহিম, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যাংকার খোরশেদুল আলম এবং সাবেক ইউপি সদস্য বাবু সুবাষ বড়ুয়া। এছাড়াও এদিন সভায় বক্তব্য রাখেন মাওলানা নাসির উদ্দীন, হাফেজ মহিউদ্দিন ও ওসমান গণি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “আমি যদি এমপি নির্বাচিত হই, তবে আবদুল্লাহপুর ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সর্বস্তরের মানুষের মতামতকে গুরুত্ব দেব। এ ক্ষেত্রে বাবু সুবাষ বড়ুয়া, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি এবং আলেম-ওলামাদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে আমি কাজ করে যেতে চাই।”

অন্যান্য বক্তারাও তাদের বক্তব্যে আবদুল্লাহপুর ইউনিয়নে শান্তি, সম্প্রীতি ও কল্যাণমুখী কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সভাশেষে উপস্থিত প্রায় সহস্রাধিক নেতাকর্মী ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।