ব্রাহ্মণবাড়িয়ায় পূজামণ্ডপে বর্ণিল সিঁদুর খেলা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। প্রতিমা বিসর্জনের আগে জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে চলছে বর্ণিল সিঁদুর খেলা।
 
 
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে পূজা-অর্চনা শেষে ভক্ত নারীরা দেবী দুর্গার চরণে সিঁদুর নিবেদন করে আনন্দে মেতে ওঠেন। এ সময় একে অপরকে সিঁদুর পরিয়ে তারা দেবীর বিদায়ের মুহূর্তকে রঙিন করে তোলেন।
 
 
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলায় দুপুরের পর থেকে শুরু হয় বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা। দেবীর বিদায়ে বিষাদের মাঝেও হিন্দু সম্প্রদায়ের মানুষ সিঁদুর খেলায় খুঁজে নিচ্ছেন আনন্দের ছোঁয়া।
 
 
এদিন দেবী দুর্গার কাছে শান্তি, কল্যাণ ও অশুভ শক্তির বিনাশ কামনা করে প্রার্থনা জানান ভক্তরা।