প্রার্থনার মধ্য দিয়ে বান্দরবানে প্রবারণা উৎসব উদযাপন

ছোয়াইং দান, ধর্মীয় দেশনা ও সমবেত প্রার্থনার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় ও সামাজিক উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’ উদযাপিত হয়েছে।
 
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে বিহারে বিহারে ছোয়াইং দান সমবেত প্রার্থনা ও ধর্মীয় দেশনায় অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বী নারী পুরুষ, যুবক-যুবতী, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ। প্রবারণা ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে দেখা গেছে নানা আয়োজন।
 
ফানুস উড়ানো, পিঠা তৈরি, রথ টানাসহ নানা আয়োজনে বান্দরবানে ৩ দিনব্যাপী চলবে এ উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পাহাড়ে বিরাজ করছে সাজসাজ রব।
 
আজ বিকেলে উড়ানো হয় প্রবারণা পূর্ণিমার প্রধান আকর্ষণ ফানুস। এছাড়াও রাতে দল বেঁধে বিভিন্ন পাড়ায় পাড়ায় পালন করা হবে পিঠা উৎসব। তাই যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নির্বিঘ্নে উৎসব পালন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।  
 
 
উল্লেখ্য, ওয়াগ্যোয়াই পোয়ে মারমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। আর এই উৎসবে ভগবান বুদ্ধকে মনের আশা পূরণের জন্য কাগজের ফানুস বাতি তৈরি করে তাতে আগুন দিয়ে আকাশে উড়িয়ে নিজেদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
 
প্রবারণা পূর্ণিমার দিনই রাজকুমার সিদ্বার্থের মাতৃগর্ভে প্রতিসন্দি গ্রহণ, গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল। তাই বুদ্ধের ত্রিশুল বিজড়িত দিনটি প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বীর কাছে বিশেষ স্মরণীয় হয়ে আছে। আগামী ৭ অক্টোবর রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৩ ব্যাপী এ প্রবারণা উৎসব।