রাঙামাটি সদর উপজেলার ভূমি অফিসের কর্মচারী জেনন চাকমার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সদর ভূমি অফিসের সামনে “সচেতন নাগরিক ঐক্য” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্মল বড়ুয়া মিলন এবং সঞ্চালনা করেন জুই চাকমা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- অ্যাডভোকেট কামাল হোসেন সুজন, এড. জিল্লুর রহমান, মোহাম্মদ কামাল উদ্দিন, মো. শহিদুল ইসলাম, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য নেতারা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্ত বন্ধ থাকায় সাধারণ মানুষ ভূমির মালিক হতে পারছে না। এই সুযোগে ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী ঘুষ বাণিজ্যে লিপ্ত হয়েছে। রাঙামাটি সদর ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
তারা অভিযোগ করেন, সার্ভার কানুনগো জেনন চাকমা দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্যে জড়িত থাকলেও তাকে শাস্তির বদলে বদলি করে “সেভ” করা হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ঘুষের ভিডিও থাকা সত্ত্বেও প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।
বক্তারা বলেন, সরকারি দপ্তরে দুর্নীতি ও ঘুষ প্রথা দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তাই এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তারা অবিলম্বে জেনন চাকমাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।