ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ট্রেনসহ বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবি

ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালুসহ চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।
 
জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আব্দুন নূর ও সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নুরুল আমিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রতিদিন ৬-৭ হাজার যাত্রী ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু এতো পরিমাণ যাত্রীর তুলনায় টিকিট সংখ্যা খুবই অপ্রতুল। ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
 
তাই দ্রুত ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে একটি স্পেশাল ট্রেন চালু এবং আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিসহ বিদ্যমান ট্রেনগুলোর আসন সংখ্যা বৃদ্ধিসহ টিকিট কালোবাজারি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।