আশুগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রহমত আলী (৩৮) ও মো. রাসেল (২১)। তাদের বাড়ি সিলেট জেলার কোম্পনীগঞ্জে। দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজার সামনে নাম্বারবিহীন একটি পিকআপ ভ্যনে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপভ্যানটিতে কৌশলে লুকিয়ে রাখা ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার কর হয়। পরে ভ্যানে থাকা ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।