বাঁশখালীতে ধানের শীষের প্রচারণায় চট্টগ্রাম জেলা পিপি

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। 

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের বশিরউল্লাহ মিয়াজি বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। তারা ধানের শীষের স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

এ সময় জেলা পিপি অ্যাভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক দল বা জোটের কর্মসূচি নয়, এটি দেশের মানুষের বাঁচার অধিকার, ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার ঘোষণাপত্র। ৩১ দফায় রাষ্ট্র মেরামতের সব উপাদান আছে। এটি নিঃসন্দেহে এদেশের মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আমি ঘোষণা দিয়েছি, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বাঁশখালী আসন থেকে বিএনপির মনোনয়ন চাইবো।

লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হক, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শোয়াইবুল ইসলাম কায়েস, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দীন চৌধুরীসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।