নবীনগরে ৪২০ পিস ইয়াবা ইয়াবাসহ গ্রেপ্তার ৩

‎ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে পৌরসভার ৩নং ওয়ার্ডের পদ্মপাড়া এলাকার নিলুফা ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। , 

‎আটকরা হলেন- খাজানগর এলাকার জীবন মিয়ার ছেলে মুক্তার হোসেন বাবু (৩৬), তার স্ত্রী আয়েশা বেগম (৩০) ও নবীনগর পশ্চিম ইউনিয়নের নাসিমপুর গ্রামের আব্দুল্লাহ হাইয়ের ছেলে মাহবুব (৩৫)।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহানুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নিলুফা ভবনের একটি ফ্ল্যাটে মাদক কেনাবেচা চলছে। পরে অভিযান চালিয়ে ৪২০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ২২০ টাকা ও ৬টি মোবাইল ফোনসহ ওই ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তার হোসেন বাবু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পৌরবাসী স্বস্তি প্রকাশ করে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন।