ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নার্সদের মারধরের অভিযোগ

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে একাধিক নার্সকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
 
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে এক রোগীর স্বজনরা এ ঘটনা ঘটানোর পর বিক্ষুদ্ধ নার্সরা বেশ কিছু সময় হাসপাতালে সেবা কার্যক্রম বন্ধ রাখেন।
 
খোঁজ নিয়ে জানা গেছে, বেলা আড়াইটার দিকে সদর উপজেলার উড়শিউড়া গ্রামের এক রোগীকে নিয়ে হাসপাতালে আসেন তার স্বজনরা। এ সময় দেলোয়ার নামে এক ব্যক্তি অনন্ত সূত্রধর নামে নার্সকে রোগীর জন্য ট্রলি আনতে বলেন।
অনন্ত জানান, যে জরুরি বিভাগের ট্রলি অন্য এক রোগীর জন্য নেওয়া হয়েছে। এটা বলার পরই দেলোয়ার ও তার স্বজনরা তার উপর ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে। এ সময় দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে মাঈনুদ্দিন নামে আরেক নার্সের উপরও আক্রমণ করা হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ নার্সরা সেবা কার্যক্রম সাময়িক বন্ধ করে দেন।
 
পুলিশ দেলোয়ার নামে ওই ব্যক্তিকে আটক করে হাসপাতালের ভেতরে থাকা পুলিশের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যান। প্রায় ঘণ্টাখানেক পর নার্সরা তাদের কার্যক্রম শুরু করেন।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মো. নাসির জানান, ঘটনার পরপরই দেলোয়ার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে।
 
নার্সদের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।