নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় নারীসহ সিএনজিচালিত অটোরিকশার ৬ জন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব ফতেহপুরের কবিরহাট-বসুরহাট সড়কের ইসলামিয়া সিনিয়র মাদরাসার সামনের এ দুর্ঘটনা ঘটে।
কবিরহাট ফায়ার সার্ভিসের লিডার ফিরোজ আলম ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসকে দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, সিএনজিচালক শাহ আলম (৪৬), নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান (২৬), ছাত্রী ইসরাত জাহান, সিএনজির যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন (৩৩)। ইসরাত জাহান নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তার বাবার নাম গিয়াস উদ্দিন।
স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, কবিরহাট থেকে ৬ জন যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের দিকে যাচ্ছিল একটি সিএনজি চালিত অটোরিকশা। এ সময় সিএনজিটি ইসলামিয়া আলিম মাদরাসার সামনে পৌঁছালে বসুরহাট থেকে আসা মালবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। আহত অবস্থায় অন্যান্যদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা এবং মাইজদী হাসপাতালে নিয়ে যাওয়া ২ জন মারা যান। সব মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।