আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনয়ন পেলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম। মনোনয়ন ঘোষণার পরই হাতিয়া উপজেলা শহর ওছখালীসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে শামীম সমর্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণার পর হাতিয়াতে এ আনন্দ মিছিল করেন কর্মী-সমর্থকরা।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হাতিয়া আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ ৫ জন সম্ভাব্য প্রার্থী নির্বাচনি মাঠে সরব হতে থাকেন। দলটির মনোনয়ন প্রাপ্ত মাহবুবুর রহমান শামীম ছাড়াও গত এক বছরের অধিক সময় ধরে মাঠে সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ে ব্যস্ত সময় পার করেছিলেন অপর ৪ প্রার্থী।
তারা হলেন- এ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তানভীর উদ্দিন রাজীব, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নাওয়াজ।