চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত

কক্সবাজারের চকরিয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২ জন। 

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে এ ঘটনা ঘটে। চকরিয়ার ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- রুমি বেগম (৬৫), রিজওয়ানা মজুমদার শিল্পী (৫৫), ফারজানা মজুমদার লিজা (২৮), কুমিল্লা  বিশ্ববিদ্যালয়ের  এমবিএ শিক্ষার্থী  সাদিয়া পাটোয়ারী (২৩), চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা মজুমদার (২৪),
 
আহতরা হলেন- উদয় পাটোয়ারী, সামাদ পাটোয়ারী, শাহেদ মজুমদার লিশান ও মাইক্রোবাস চালক আমিনুল হক।

জানা গেছে, চট্টগ্রামমুখী যাত্রীবাহী মারছা বাস ও কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে ৪ জন নারী ও একটি শিশু রয়েছে।

উদয় পাটোয়ারী (৪৩) কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার চান্দিশকরা গ্রামের বাসিন্দা। চাকরি করেন মালয়েশিয়ান এয়ারলাইন্সে। তিনি ঢাকার উত্তরায় সপরিবারে বসবাস করেন। গতকাল সকলে মিলে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। হতাহতরা সবাই আত্মীয়।
 
নিহতদের মধ্যে রুমি বেগম মা, রিজওয়ানা মজুমদার শিল্পী শাশুড়ি, ফারজানা মজুমদার লিজা স্ত্রী, সাদিয়া পাটোয়ারী ছোট বোন এবং ফারজানা মজুমদার শ্যালিকা। আহতদের মধ্যে সামাদ পাটোয়ারী ছেলে এবং শাহেদ মজুমদার লিশান শ্যালক।
 
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তিনি জানান, হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।