সেনবাগে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ 

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। 
 
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সেনবাগ বাজারের থানা মোড়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
এর আগে, বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী মফিজুর রহমানের অনুসারী নেতাকর্মীরা উপজেলা পরিষদ গেইটের সামনে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল সেনবাগ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ সমাবেশ অংশ নেয়। 
এ সময় সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে নোয়াখালী-২ সেনবাগ আসনে বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, এমপি হয়েছেন। তিনি সেনবাগে কোনো উন্নয়ন করেনি, দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়ায়নি। বিপরীতে সেনবাগের জনমানুষের নেতা, গরীব দুঃখী মেহনতী মানুষের কণ্ঠস্বর কাজী মফিজুর রহমান দুর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েন।
 
তারা আরও বলেন, উন্নয়নবঞ্চিত সেনবাগের মানুষ পরিবর্তন চায়। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কাছে জোরালো দাবি জানাই, সেনবাগের তৃণমূলের বিএনপি নেতাকর্মীদের প্রাণের দাবি ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে কাজী মফিজুর রহমানকে ধানের শীষের পক্ষে মনোনয়ন দেওয়া হোক।
 
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মনোনয়ন বোর্ড নোয়াখালী-২ সেনবাগ আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুককে মনোনয়ন দেয়।