কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাকসাম থেকে চৌদ্দগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চৌদ্দগ্রাম-নাঙ্গলকোটগামী একটি সিএনজি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন আরও ৫ জন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়।
আহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রহিম, আনোয়ারা বেগম ও আবু তৈয়বসহ আরও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি হিলাল উদ্দিন আহাম্মদ আরও বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক, সিএনজি ও অটো জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের নিচে সিএনজি ঢুকে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।