বোয়ালখালীতে ককটেলসহ আটক ৩ 

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৪টি ককটেল, দেশীয় তৈরি বন্দুক ও কার্তুজসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। 
 
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার জামতল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ। 
 
তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম কধুরখীলের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমীন (৪৬), মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মো. জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেনকে (৪২) আটক করা হয়। এর মধ্যে নুরুল আমীন যুবলীগ, আবু নাসের জিলানী ও শাহাদাত হোসেন আওয়ামী রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
এ সময় তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি দেশিয় বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরো গ্লামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
 
তিনি আরও জানান, নুরুল আমীনের বিরুদ্ধে নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে।